
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এন টি ভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন দে শ টেলি ভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতি দি নের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।
নবগঠিত শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি (আ র টিভি), সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন (দৈ নিক আন ন্দবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল (এ সএ টিভি/খো লা কাগজ) ও আলমগির হোসেন (ভো রের ডাক/ইস লামিক টিভি), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ (দৈনিক দিন কাল), কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, (নিউ জ২৪ টিভি/আজ কের পত্রিকা), প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ (এ খন টিভি), দপ্তর সম্পাদক নাঈম ইসলাম (বাং লা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন (আ লোকিত বাংলাদেশ) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আধার (দৈনিক জ নকণ্ঠ/বাংলাদেশ বে তার), এসকে সাত্তার (দৈ নিক ইনকি লাব), দেবাশীষ সাহা রায় ( প্রথ ম আলো), মুকসিতুর রহমান হীরা (দিগ ন্ত টিভি), আসাদুজ্জামান মোরাদ (দৈনিক তথ্যধা রা), মোহাম্মদ জুবায়ের রহমান (দৈ নিক চিত্র), কাজী মাসুম (দৈনিক ব্রহ্ম পুত্র), শহিদুল ইসলাম হিরা (স ময় টিভি), হোসাইন আহম্মদ মোল্লা মামুন (দৈনিক মু ক্ত আলো) ও শাহরিয়ার শাকির ( দৈনিক বাং লা)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর