
জামালপুরের সরিষাবাড়ীর একাধিক হত্যার মাস্টার মাইন্ড ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলকে অপসারণ, গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জামালপুর-তারাকান্দি প্রধান সড়কের ভাটারা বাজার এলাকায় এ মানববন্ধন করে ভাটারা ইউনিয়নের ছাত্র-জনতা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের অনেক ঘটনা ঘটেছে। তিনি ক্ষমতার দাপটে অপকর্ম করে পার পেয়ে গেছে। এ ছাড়াও তিনি একাধিক হত্যাকাণ্ডে সাথে জড়িত বলে দাবি এলাকাবাসীর।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল দুর্নীতিবাজ। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। তিনি ভাটারা গ্রামের সুজন খান ও হাসনা বেগম হত্যাকাণ্ডের জড়িত মুলক নায়ক ছিলেন। মানববন্ধনে বক্তারা অতিদ্রুত চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের মাধ্যমে জনগণের হয়রানির বন্ধের দাবি জানান তারা। সেই সাথে তাকে অপসারণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি উঠে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, ভাটারা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মালম, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলম মাহমুদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বীর সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সহ সভাপতি রাশেদুজ্জামান শাহীন, আবুল কালাম আজাদ, জাহিদ হাসান, মকবুল হোসেন, বিপ্লব দাস প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নারীসহ এলাকাবাসী অংশ নেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর