শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো.শাহ আজম। বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. সো, শাহ আজম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে গত ০৭.১২.২০২১ তারিখের স্মারক: ৩৭.০০.০০০.০৭৯.৯৯.২৪১.১৮.৩৫৫ সংখ্যক পত্রের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয় এবং সে অনুসারে গত ০৮.১২.২০২১ তারিখে উপাচার্য পদে যোগদান পূর্বক দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম এবং আমার পূর্বতন কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করছি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় উপযুক্ত পৃষ্ঠপোষণা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার বিস্তার ও গবেষণায় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠবে। আশা করি বিশ্ববিদ্যালয়টি আপনার পৃষ্ঠপোষণা অর্জনে সমর্থ হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’
অন্যদিকে, বেশ কয়েকদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অনশন শুরু করে। এ সময় শিক্ষার্থীরা জানান, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন করবেন তারা। সেই সাথে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। অনশনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মায়নুল ইসলামসহ ৫জনের একটি দল অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আগামী রোববার পর্যন্ত সময় চেয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু ছাত্র প্রতিনিধিরা আর কোন সময় না দিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর বিকেলে ভিসি ড. শাহ আজম পদত্যাগ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর