
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুপুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত উষা আক্তার (৬) উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলী ও শিউলি দম্পত্তির এক মাত্র মেয়ে। দুই ভাই বোনের মধ্যে সবার ছোট উষা। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগষ্ট ) বিকালবেলা নিহত উষা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ বাড়িতে ফেরার সময় গোগর বাজারের ঈদগাঁহ এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। এতে উষা গুরুতর আহত হন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে উষাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথিমধ্যে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উষার মৃত্যু খবরটি নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর