
কক্সবাজার-মহেশখালী নৌপথে বাঁকখালী নদীর মোহনায় প্রবল স্রোতের ধাক্কায় একটি যাত্রীবাহী গামবোট থেকে ৪ যাত্রী ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এসময় তাৎক্ষণিকভাবে দুজন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ২ যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দুর্ঘটনার কবলে পড়া গাম বোটের যাত্রীরা।
দুর্ঘটনার কবলে পড়া ঘামবোটের যাত্রী জাহিদুল ইসলাম সাগর জানান, স্রোতের ধাক্কায় ৪ জন সাগরে পড়ে গেলে দুজনকে উদ্ধার করা হলেও বাকি ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার দুজনের মধ্যে মো. ছিদ্দিক নামে ১ জনের অবস্থা খুবই খারাপ বলে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, মহেশখালীর উদ্দেশ্য সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ৬নং ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর সাগরের বাঁকখালীর মোহনায় গেলে প্রবল স্রোতের কবলে পড়ে ৪ যাত্রী ছিটকে সাগরে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে মো. ছিদ্দিক ও মো. বেলাল নামে দুজনকে উদ্ধার করা হলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ দুজনের মধ্যে উপজেলার হোয়ানকের ধলঘাট পাড়ার মো. মনির আহমদ নামে একজনের নাম জানা গেলেও আরেক জনের নাম জানা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের টিম যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো কাউকে উদ্ধার করার খবর পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার সঙ্গে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর