জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের অংশগ্রহণে 'কেমন বিশ্ববিদ্যালয় চাই' শীর্ষক মুক্ত আলোচনা সভা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়ামের সঞ্চালনায় শিক্ষক–শিক্ষার্থীর ও কর্মকর্তা–কর্মচারীরা বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীরা সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
আলোচনা সভায় ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহি বলেন, হলের প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক তাঁরা শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে কাজ করেন। তাঁরা যেন সকলে তাদের নিদিষ্ট কোয়ার্টারে অবস্থান করে শিক্ষার্থীদের সেবা সেটি দিতে পারেন। ১৯৯৩ সালের পর থেকে জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন নেই কিন্তু তারপরও জাকসু জন্য যে বরাদ্দকৃত অর্থ সেটা যায় কোথায় তাঁর হিসাব চাই। জাকসু চালু করার মাধ্যমে সকল শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রতিনিধি নির্বাচিত করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক ভিসিসহ অন্যান্য তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই অবৈধ সিন্ডিকেটকে বাতিল করতে হবে এবং এই কয়েক বছরে অবৈধভাবে প্রতি সিন্ডিকেট থেকে যে টাকা নিতেন তা ফিরে দিতে হবে।
ধর্ম পালনের স্বাধীনতা চেয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, কারো পোশাক দেখে শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন না করা। ধর্মীয় চর্চার স্বাধীনতা যেন সকল শিক্ষার্থীর থাকে। যে মুক্তমঞ্চে স্বাধীনভাবে গান,নৃত্য হতে পারে তাহলে সেখানে কেনো ধর্মীয় আচার অনুষ্ঠান পেতে এত মুচলেকা এত নিয়মের মধ্য দিয়ে করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ১৫টি বেশি মসজিদ থাকার পরও শুধু মাত্র ৩টি মসজিদে ইমাম নিয়োগ না করে মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে , নতুন যে প্রশাসন আসবে তাদের কাছে দাবি অতিদ্রুত ওইসব মসজিদে ইমাম নিয়োগ দিতে হবে যাতে সকল ছাত্ররা তাদের ধর্মীয় নৈতিকতাবোধের চর্চা করতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল আলোচনা সভায় উঠে আসা নানা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর