দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের (কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, সিলেসহ) চলমান বন্যা পরিস্থিতিতে গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিকেলে শুরু হওয়া এ কর্মসূচি আজ সারারাত ব্যাপী চলবে বলে জানিয়েছেন সমন্বয়করা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কার্যক্রম শুরু হয়। এসময় ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বিভিন্ন শ্রেণির মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তাদের হাতে তুলে দিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ মিনারের পাদদেশে গণ ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। একদল শিক্ষার্থী ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করছে। এসব ত্রাণের মধ্যে রয়েছে- নগদ টাকা, শুকনো খাবার হিসাবে চিড়া, মুড়ি, বিস্কুট, খেজুর ইত্যাদি। এছাড়া খাবার স্যালাইন ও জরুরি ঔষধও দান করতে দেখা গেছে অনেককে।
এসব বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশীদ জিতু ভিডিও বার্তায় বন্যা কবলিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বন্যা কবলিত এলাকার জন্য গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যার যার জায়গা থেকে গণ ত্রাণ কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন, শুকনো খাবার, লাইভ জ্যাকেট, ফার্স্ট এইড মেডিসিন , মেডিকেল ইকুইপমেন্টসহ যে জিনিসগুলো বন্যা কবলিত এলাকার জন্য সব থেকে বেশি জরুরি সেগুলো নিয়ে এগিয়ে আসুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিটি ডিপার্টমেন্ট ক্যাম্পাস এলাকাসহ আবাসিক হলে হলে বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরেকটি টিম বন্যার্তদের সহযোগিতার জন্য সাভারে গণ ত্রাণ সংগ্রহ করেন।
উল্লেখ্য, ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ফলে কুমিল্লা সদর উপজেলাসহ বেশ কয়েকটি জায়গায় বাড়িঘর, ফসলি জমি, রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফেনী ও নোয়াখালী অঞ্চলেও একই অবস্থা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর