ভারতের সাথে বাংলাদেশের আর্ন্তজাতিক নদীর পানির নায্য হিস্যার দাবীতে এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় মসজিদ চত্তরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ। বক্তব্য রাখেন কে এম সাজিন, শাহীন ফয়সল রাফী, সামিতুল ইসলাম, আমিনুল মিম, এহসান আহম্মেদ, এসএম হৃদয় প্রমুখ। সমাবেশের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে ফিরে সমাবেশের আয়োজন করে।
অপরদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার মসজিদে মসজিদে জুম্মার নামাজের পরে মুসল্লীদের নিকট থেকে দক্ষিনাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্যে দান গ্রহন করে।
সর্বশেষ খবর