
ঢাকার সাভারে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মো. আব্দুল আহাদ সৈকত (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) ১২৬ জনের বিরুদ্ধে এ হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বাবা মো. নজরুল ইসলাম বাদি হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
নিহত মো. আব্দুল আহাদ সৈকত বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মৃত্যর আগে তিনি পরিবারের সঙ্গে সাভারের শাহীবাগ এলাকায় থাকতেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, পৌরসভার ২ ওয়ার্ডের কাউন্সেলর নজরুল ইসলাম মানিক মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, মাজহারুল ইসলাম রুবেলসহ নামীয় ১২৬ জনকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সাভারের মুক্তিরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন মো. আব্দুল আহাদ সৈকত। ওইদন সন্ধ্যা ৬ টার দিকে মামলায় উল্লেখিত ১ থেকে ১০ নং ক্রমিকের আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্যান্য আসামীরাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যাদের মামলায় আসামী করা হয়েছে তাঁরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। তাদের ছোরা গুলি আব্দুল আহাদের মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদি মো. নজরুল ইসলাম বলেন, আমার একমাত্র ছেলে। আমার ছেলে মারা গেছে মানে আমার কলিজা চলে গেছে। যারা মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই। যে এলাকায় মারা গেছে ওই এলাকার সকল হিতাকাঙ্খিসহ সবাই মিলে একটা পরামর্শ করে মামলাটি করেছি। মামলায় আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাতসহ ৫-৬ জনের নাম আমি জানি। এদের বিচার চাই। এর বাইরে কে আছে আমি তাদের চিনিও না, জানিও না কারো নামও জানিনা। যারা দোষী তাদের বিচার চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মো. নজরুল ইসলাম বাদি হয়ে ১২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর