বন্যার্তদের সহযোগিতা করতে ‘গণ ত্রাণ’ সংগ্রহ এবং হলে হলে শিক্ষার্থীরা নানা কার্যক্রম পরিচালনা করেছে। কাপড় থেকে হলে হলে আর্থিক সহযোগিতা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণ ত্রাণ সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকাল পাঁচটায় টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, ছাত্র-জনতার দেয়া ত্রাণে টিএসসির ভিতরের কাফেটেরিয়া, গেমস রুম ভর্তি হয়ে গেছে। এখন ক্যাফেটেরিয়ার বারান্দা ও টিএসসি অডিটোরিয়ামে রাখা হচ্ছে এসব ত্রাণ। নগদ অর্থও গ্রহণ করা হচ্ছে এ কর্মসূচিতে।
টিএসসিতে ত্রাণ দিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও ছিল বেশ চোখে পড়ার মতন। সকল পেশাজীবী যার যার সামর্থ্য অনুযায়ী ভলান্টিয়ারদের হাতে ত্রাণ পৌঁছে দেন। মুড়ি, চিড়া, বিস্কুট, স্যালাইন খেজুর সহ যে যার সামর্থ্য অনুযায়ী শুকনা খাবার ত্রাণ হিসেবে দিয়ে যাচ্ছেন। কেউ স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন। আবার কেউবা নগদ অর্থ দিচ্ছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইনেও ত্রাণ উত্তোলনের কাজ করছেন।
এদিকে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে শিক্ষার্থীদের জামা-কাপড় সংগ্রহ করতে দেখা যায়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের জন্য জামা-কাপড় দিয়ে যাচ্ছেন। অনেকে পুরোনো কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়ে ফ্যানেও শুকিয়ে প্রস্তুত করে গুছিয়ে রাখছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২১ আগষ্ট ) দিবাগত রাত একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত নগদ ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা সংগ্রহ হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর