শুক্রবার (২৩ আগস্ট)সকালে নগরের ফয়স লেক রেঞ্জ অফিস এবং জুমার নামাজের পর আসকার দীঘির পাড় এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
সকাল থেকে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, কাস্টমস সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আনসার সদস্যরা ফয়স লেক রেঞ্জ কমান্ড্যান্ট কার্যালয়ে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন। দুপুরে কয়েক হাজার আনসার সদস্য বন্দর এলাকা থেকে হেঁটে আসকার দীঘির পাড়ে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সেনাবাহিনীর কয়েকটি টিম সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তারা অভিযোগ করেন যে, আনসারের মহাপরিচালক জাতিকে বিভ্রান্ত করছেন এবং তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছচ্ছে না।
মো. রিয়াজ নামে এক আনসার সদস্য বলেন, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা কোনো বৈষম্য মানি না। আনসারকে জাতীয়করণ করতে হবে। দেশের ক্রান্তিকালে আমরাই কাজ করেছি। অথচই আমরাই আজ বৈষম্যের শিকার।
আনসার বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, আমরা তাদের সঙ্গে বসেছি। সেনাবাহিনীও আছে। দাবির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তাদের যে দাবি সেটা আমরা সদর দফতরে পাঠিয়েছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর