
বানভাসি মানুষদের সহায়তা করতে আর্থিক সহযোগিতা চেয়ে কর্মসূচি চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার ৮৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের এই প্লাটফর্মটি। যদিও এই অঙ্ক আরও বাড়তে পারে ব্যাংকসহ অন্যান্য ব্যাংকিং মাধ্যমের হিসেবে যদি যুক্ত করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ১৪ লক্ষ ৬০ হাজার ১৭৩ টাকা সংগ্রহ করে। এর আগে বুধবার (২১ আগস্ট) রাতে সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
টিএসসি গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ৮টা পর্যন্ত ছিয়াশি লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘণ্টায় সংগ্রহ ১৫ লক্ষ টাকা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর