ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী মোড়ে রাতের আঁধারে আসবাবপত্রের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৪আগষ্ট) ভোর ৪টার দিকে দূর্বিত্তরা দোকানে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করে ভালুকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা।
দোকান মালিক হারুন-অর-রশিদ জানান, আমাকে মোবাইলে জানালে আমি এসে দেখি আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী আগুন নিভাচ্ছে। সব মিলিয়ে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অপর দোকানের মালিক নুরুল ইসলাম জানান, আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছিল। আমি জানি না কে বা কারা দোকানে আগুন দিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র অফিসার আতিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে বলতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর