
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা (১১) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী কাবুল্যা কার্বারী পাড়া এলাকার পল্টু চাকমার মেয়ে। সে মেরুংয়ের চংড়াছড়ি এসডিপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৮ নাম্বার ওর্য়াডের জয়ন্ত কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে নিহত শিশু শিক্ষার্থীর সৎকারের জন্য তার পিতার কাছে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
জানা যায়, নিহত শিক্ষার্থী নিজ বাড়ির পিছনে বন্যার পানিতে তলিয়ে যাওয়া পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে মৃত উদ্ধার করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর