দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুবদলর সকল পর্যায়ের নেতাকর্মীকে শিমুলের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা যাচ্ছে। দলের সকল কার্যক্রম ও পদ থেকে যুবদল নেতা শিমুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শিমুল আহমেদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। শিমুল আহমেদের কোনো অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না।’
সর্বশেষ খবর