
ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের বাঁচাতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো বানভাসিদের সহায়তায় সরব হয়েছেন সংগীতশিল্পী মনির খানও। বন্যার্তদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন তিনি।
শুধু তাই নয়, বন্যার্তদের সহায়তায় দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইতোমধ্যে কয়েক দফা ফেসবুকে লাইভও করেছেন মনির। জানিয়েছিলেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মনির বলেন, আমার ফেসবুক ফলোয়াররা এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছেন। আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি বন্যাকবলিত এলাকায় নিজে গিয়ে মানুষকে সহায়তা করতে।
সর্বশেষ খবর