কুমিল্লা ও ফেনীর বন্যার্ত মানুষদের সাহায্যার্থে ২৪ ঘণ্টাই বাস সেবা দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহণ পুল। এতে কোনো প্রকার অভিযোগ ছাড়াই কাজ করছেন বাস ড্রাইভাররা।
কুমিল্লার গোমতী নদীর পাড়ে মানুষের ঘর-বাড়ি বন্যায় ভেসে যাওয়ার পর থেকে আশ্রয়হীন মানুষদের আশ্রয়কেন্দ্রে আনার জন্য বাস ব্যবহৃত হয়। এরপর বন্যা পরিস্থিতির অবনতি হলে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং এ বাস নিয়ে গিয়ে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে৷ তাছাড়া রেসকিউ টিমকে নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে দিচ্ছে কুবির নীলবাসগুলো৷ বর্তমানে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতে ব্যবহার হচ্ছে বাস। ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লার বন্যা কবলিত অঞ্চল ছাড়াও ফেনীর কয়েকটি অঞ্চলে বাস সেবা দিচ্ছে। ২৪ ঘণ্টাই বাসগুলো বানভাসি মানুষদের সাহায্যার্থে ব্যবহৃত হচ্ছে।
পরিবহণ পুলের এমন সহযোগিতার কারণে বন্যার্তদের সাহায্য করতেও সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। তারা জানান, কুমিল্লা, ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ানোয় বড় অবদান রাখছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস এবং পরিবহণ পুল বাস দিতে কোনো জটিলতা করছে না। বিশেষ করে ড্রাইভার এবং হেল্পার মামারা আমাদের ডাকে সারা দিচ্ছেন। নির্দিষ্ট এলাকায় ত্রাণ নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততক্ষণই তারা সাহায্য করে যাচ্ছেন। অনেক সময় তারাই আমাদের সাহস যুগিয়েছেন। তাদের এই উদারতা কোনোদিন ভুলব না ইন শা আল্লাহ্। আর তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহণ পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, যেকোনো দুর্যোগে আমরা পরিবহণ দিয়ে সাহায্য করার চেষ্টা করি৷ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মধ্যে অন্যতম একটা শিক্ষাপ্রতিষ্ঠান। সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করি। আমাদের ড্রাইভার সংকট থাকার পরও তাদেরকে ম্যানেজ করে আমরা কাজ করছি৷ ২৪ ঘণ্টাই তারা অভিযোগ ছাড়া কাজ করে গেছে। আমাদের কয়েকজন ড্রাইভারও ভুক্তভোগী তারপরও তারা মানুষের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে। সত্যিই তারা ধন্যবাদ প্রাপ্য।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর