সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে সলঙ্গা ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সলঙ্গা ছাত্র সমাজের ব্যানারে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী ও সলঙ্গা থানা পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,এক দফা এক দাবি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগ চাই। এছাড়াও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।পদত্যাগ না করলে লাগাতার কর্মসূচি চালাবে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সকাল থেকেই সলঙ্গা বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করে তাদের কি দাবি তা জানতে চায়। শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। দাবির বিষয়টি জানার, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনসহ সকল সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন তাড়া।
প্রায় ১ ঘণ্টা আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক বলেন,তোমাদের অভিযোগ যুক্তি সংগৃহীত তোমাদের দাবির সাথে আমরাও এক মত। তবে লিখিত ভাবে একটা অভিযোগ নির্বাহী কর্মকর্তা কাছে দিতে। হট্টগোল না করে বিধি বিধানের মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগ করার কথা বলে তারা।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিল ছাত্ররা । আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। ছাত্রদের
দাবির প্রেক্ষিতে শিক্ষকদের নিয়ে বসা হয়েছিল। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর