
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের মানববন্ধনের কয়েক ঘণ্টা পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আবেদন করেছেন সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহ।
রবিবার (২৫ আগস্ট) সকালে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে সাগরদিঘী বাজারের চৌরাস্তা মোড়ে প্রায় ২ কি. মি. সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে রবিবার বিকেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ম্যানেজিং কমিটির কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন পত্র জমা দেন ওই শিক্ষক। তিনি অসুস্থতা জনিত কারণ দেখিয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি চান।
সাবেক শিক্ষার্থী মো. নাজমুল হাসান জানান, সকালে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্লাহর অপসারণ চেয়ে একদফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আরেক শিক্ষার্থী নিরব হাসান জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। আজকের (রবিবার) দাবি ছিল একদফা। দুর্নীতিবাজ শিক্ষকের পদত্যাগ। পরে দাবি অনুসারে তিনি অব্যাহতি পত্র ম্যানেজিং কমিটি বরাবর দিয়েছেন।
এ বিষয়ে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, অসুস্থতা জনিত কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তার অব্যাহতি পত্র পেয়েছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর