দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণ ত্রাণ’ কর্মসূচির ৪র্থ দিনের বিকেল পর্যন্ত চারদিনে ৪ কোটি ৩৯ লক্ষ ১ হাজার ৬৯০ নগদ টাকা সংগ্রহ করা হয়েছে। ওই দিন ছয় ঘণ্টায় শুধু টিএসসি বুথ থেকে নগদ প্রায় ৮৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এর আগের দিন ছিল ২ কোটি টাকার বেশি।
রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এছাড়া রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি জানান, টিএসসিতে গণ ত্রাণ কর্মসূচি থেকে গত তিনদিন এবং আজকে (রোববার) বিকাল চারটা পর্যন্ত মোট নগদ সংগ্রহ হয়েছে ৪ কোটি ৩৯ লক্ষ ১ হাজার ৬৯০ টাকা।
সম্প্রতি অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণ ত্রাণ’ সংগ্রহ কর্মসূচি শুরু করে।
বৃহস্পতিবারের (২২ আগস্ট) সকাল ৮টা থেকে এ গণ ত্রাণ কার্যক্রম শুরু হয়। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য বোঝাই ট্রাক, মাইক্রোবাস, রিকশা আসছে (টিএসসি) গেটে। সেখান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে জমা করা হচ্ছে টিএসসি কাফেটেরিয়া ও গেমস রুমে। অনেক মানুষকে বুথে গিয়ে নগদ টাকা জমা দিতে দেখা যায়।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর