চতুর্থ দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহের কর্মসূচি চলছে। জায়গা সংকুলান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) থেকে এবার ত্রাণ সংগ্রহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে (কেন্দ্রীয় খেলার মাঠ)। যদিও টিএসসিতে নগদ অর্থ এবং ওষুধ সংগ্রহ করা হচ্ছে।
রোববার (২৫ আগস্ট) সকাল থেকে ঢাবির টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় ত্রাণ সংগ্রহের কাজে স্বেচ্ছাসেবকেরা ব্যস্ত সময় পার করছেন।
দেখা যায়, নগদ টাকা ছাড়াও মানুষ বানভাসি মানুষের জন্যে আনছেন প্রয়োজনীয় পোশাক সামগ্রী, শুকনো খাবার মুড়ি-চিড়া, খই, চিনি-লবণ, ঐষধ সামগ্রী যেমন খাওয়ার স্যালাইন, প্যারাসিটামল, স্যানিটারি ন্যাপকিন, উদ্ধার সামগ্রী যেমন লাইফ জ্যাকেট, মোটা দড়ি ইত্যাদি। সেচ্ছাসেবকরা সাহায্য সামগ্রীগুলোকে বন্যা আক্রান্ত অঞ্চলে পাঠানোর জন্যে প্রস্তুত করছেন।
এর আগে বুধবার (২১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এরপরই বৃহস্পতিবার থেকে শুরু হয় ঢাবির টিএসসিতে গণ ত্রাণ সংগ্রহ। এছাড়া বিশ্ববিদ্যালয়টির হল বিভাগে স্ব-স্ব উদ্যোগে চলছে বন্যার্তদের সহযোগিতা করতে বিভিন্ন কার্যক্রম।
শাকিল/সাএ
সর্বশেষ খবর