
তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগ জামালপুর থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগ দিয়েছেন সহকারী পরিচালক উত্তম কুমার দেব।
রোববার (২৫ আগস্ট) যোগদানের প্রথম দিনেই তার অফিসে সংবাদ সংগ্রহকালে চ্যানেল টুয়েন্টিফোর এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করে নতুন করে আলোচনায় পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার দেব।
জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমারের সাক্ষাৎকার নেওয়া জন্য শনিবার দুপুরে ফোন করে সময় নেয় ওই নারি সাংবাদিক। সাক্ষাৎকার নিতে রবিবার সকালে তাকে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলেন অভিযুক্ত কর্মকর্তা।
এদিকে, রবিবার সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয় সহকারী পরিচালক উত্তম কুমার কে। তিনি ফোন রিসিভ না করার পর প্রচণ্ড ভিড় ঠেলে উনার কথা মত উনার কাছে পৌঁছানোর পর সাক্ষাৎকারের জন্য বারবার প্রশ্ন করা হলেও তিনি তাতে কর্ণপাত করেন নি। এক পর্যায়ে তিনি ধাক্কা দিয়ে ফেলেন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায় ।
ভুক্তভোগী চ্যানেল টুয়েন্টিফোর এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুণ পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করা হয়। শেষ পর্যায়ে কর্তৃপক্ষের বক্তব্যের জন্য সহকারী পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায় ।
তিনি বলেন, সহকারী পরিচালক উত্তম ২৫ আগষ্ট রবিবার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সাথে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রবিবার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এ ধরনের অসৌজন্য মুলক আচরণ করেন।
এদিকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি গত ১২ আগস্ট জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটক করে শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে সহকারী পরিচালক উত্তম কুমার দেবর সাথে যোগসাজশে দালালরা তাদের কার্যক্রম পরিচালনা করে।
অপরদিকে, গাত ১৪ আগস্ট তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠে তৎকালীন জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে। তথ্য চাওয়ায় সাংবাদিক জাহাঙ্গির আলম, সাগর ফরাজী, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও শাওন মোল্লার সঙ্গে অসদাচরণ করেন তিনি।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গির আলম বলেন-‘দুপুর দুইটার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যাই। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দরজায় দাঁড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যান। তিনি আমাদেরকে তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে আমরা কিছু তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কক্ষে প্রবেশ করেন। আমরা সবাই তার রুমে গিয়ে বসি।’
প্রেসক্লাব জামালপুরের কোশাধ্যক্ষ সাগর ফরাজী বলেন-‘এডি সাহেবের রুমে বসে আমরা কিছু তথ্য চাই। মাসে গড়ে কতজন পাসপোর্টের জন্য আবেদন করে? কোন ধরনের পাসপোর্ট বেশি হয়? এই দুইটি প্রশ্ন করার পরে তিনি আরও উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলেন- আমার কাছে কোনো তথ্য নেই। সব তথ্য ডিজি অফিসে। আপনারা ঢাকা যান। আমি এখন খেতে যাবো। আমার এতো সময় নেই। এই কথা বলে তিনি আমাদেরকে রুমের ভেতরে রেখে বের হয়ে যান এবং দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে আমরা বের হয়ে আসি।
সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারীরিক আক্রমণ ও বাঁধা স্বরূপ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তিনি শুনেছেন যথাযথ কর্তৃপক্ষকে ও তিনি অবগত করবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর