
সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৬১৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ২২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২১৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৭৮ জন রয়েছেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
এ ছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ৮৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ইয়েমেনের ৪১ শতাংশ, ইথিওপিয়ার ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় গ্রেপ্তার হয়েছেন ৬৮ জন প্রবাসী। এদের পাশাপাশি আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিয়েছিলেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ ও ১ হাজার ৭১জন নারীসহ মোট ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ছাড়া ৫ হাজার ৯২৬ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং এরই মধ্যে ১৩ হাজার ৯৫২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর