
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে সোনালী তালুকদার (৫৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩নং বামে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত স্পৃষ্টে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। ওই বৃদ্ধাকে উপজেলার ইবনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী।
এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর