
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম চংড়াছড়ির বন্যায় প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতায় চংড়াছড়ি সেনাবাহিনীর হেলিপ্যাডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ত্রাণবাহী হেলিকপ্টার ল্যান্ড করে।
ত্রাণ বিতরণের এ কার্যক্রমে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রকিবুল ইসলাম। এসময় চংড়াছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নাছির উদ্দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মো. রকিবুল ইসলাম বলেন, 'বাংলাদেশে বর্তমানে একটি প্রাকৃতিক বিপর্যয় চলছে। বন্যায় দেশের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। বন্যা দুর্গত দুর্গম যে সকল এলাকা রয়েছে যেখানে সড়ক পথ অথবা জলপথে সহজে ত্রাণ পৌঁছানো সম্ভব না সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছি। আমরা আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই।' এ সময় তিনি সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর