দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা ডেকেছে রংপুর জেলা বিএনপি। সোমবার (২৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী (২৮ আগস্ট) বুধবার বিকাল ৩:০০ঘটিকার সময় মেডিকেল পূর্বগেট শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি'র এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সাংগঠনিক সভায় রংপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি'র সকল নেতৃবৃন্দ, জেলার প্রতিটি অঙ্গসংগঠনের সুপার ফাইভ, জেলা বিএনপি'র আওতাধীন ১১টি ইউনিট বিএনপি'র আহবায়ক, সদস্য সচিব ও সকল যুগ্ম আহবায়ক এবং অঙ্গসংগঠনের আহবায়ক ও সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন রংপুর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর