
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ জামাতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ২৬ আগস্ট নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস এর সভাপতিত্বে মত বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা জামায়াতে ইসলামির সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নেত্রকোণা জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বক্তব্য রাখেনজনাব জহিরুল ইসলাম প্রচার ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা জনাব কামাল উদ্দিন সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেত্রকোণা জেলা জনাব নিজাম উদ্দিন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীনেত্রকোনা পৌরসভা ডা. আবুল হোসেন তালুকদার নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীনেত্রকোনা পৌরসভা, জনাব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম সদস্য সচিব, নেত্রকোণা জেলা প্রেসক্লাব, জনাব মোজাম্মেল হক মিলন সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা। অন্যান্যদের মধ্যে চারজন শহীদ পরিবারের সদস্য বক্তব্য রাখেন।
নেত্রকোণা অঞ্চলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নামের তালিকা- ১. সোহাগ মিয়া( ১৫)পিতা - শাফা রাত মিয়া, গ্রাম-বড় খাপন, কলমাকান্দা, নেত্রকোণা। ২. আহাদুন (১৮)পিতা মজিবুর রহমান, গ্রাম-শামপুর, কলমাকান্দা।৩, আব্দুল্লাহ আল মামুন (৩২) পিতা আব্দুল ওয়াহেদ আলী, গ্রাম -বটতলা,কলমাকান্দা। ৪.জাকির হোসেন ( ২৪) পিতা ফজলুর রহমাম, গ্রাম-বাকলজুরা, দূর্গাপুর, নেত্রকোণা। ৫. মাসুম বিল্লাহ (২৪) পিতা সাইদুর রহমান গ্রাম বারইকান্দি, দুর্গাপুর, নেত্রকোণা। ৬. সাইফুল ইসলাম (৩২) পিতা সেকান্দর আলী, গ্রাম বারইকান্দি, দুর্গাপুর। ৭. রমজান আলী( ২৫)পিতা লিটন মিয়া, গ্রাম নন্দিপুর, উপজেলা-নেত্রকোনা সদর নেত্রকোণা। ৮,আলী হোসেন( ৪৪)পিতা আসন আলী গ্রাম মোজাফরপুর, কেন্দুয়া, নেত্রকোণা। ৯. নাজিম উদ্দিন(১৭)পিতা রুস্তুম আলী গ্রাম ভাটগাও, বারহাট্রা, নেত্রকোণা।
প্রত্যেক শহীদ পরিবারকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আত্মিক সহায়তা প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর