
আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের নিহত টাঙ্গাইলের ভূঞাপুরের যুবদল নেতা শহীদ পলাশ ও গোপালপুরে শহীদ ইমন এর পরিবারকে সমবেদনা জানাতে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং নিহত কবরস্থানে কবর জিয়ারত করেন, তার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করেন পরিবারের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন।
জিয়ারত শেষে এক জনসভায় বক্তব্য বলেন গণহত্যাকারী বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকল ছাত্রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে হেমনগর ইউনিয়নের নলিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গণ সমাবেশে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলার যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, আরো উপস্থিত ছিলেন গোপালপুর ও ভুঁইয়াপুর উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর