ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) বিএনপির এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু এর নামে একটি হত্যা মামলা দায়ের করেছে বিএনপির অপর একটি গ্রুপ। স্থানীয় নেতাকর্মীরা তা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় এ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নগরকান্দা উপজেলার স্থানীয় জনতা ও নেতাকর্মীরা।
এসময় তারা পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সানোয়ার হোসেস মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরকান্দা বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে কবির ভূইয়া (৫৫) নামে একজন নিহত হয়। কবির ভূইয়া শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর