ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেক অপচেষ্টা চলছে, সাম্প্রদায়িক হামলা, মামলা বাণিজ্যসহ সারাদেশের মতো রংপুরেও ভয়াবহ আইনি সন্ত্রাসবাদী চলছে। দেশে যেমন বৈষম্যের ঠাঁই নাই, তেমনি হয়রানির কোন সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এসব অপচেষ্টার সাথে জড়িত, তারা ভালো হয়ে যান, না হলে জড়িতদের মুখোশ উন্মোচনের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান তারা।
মঙ্গলবার দুপুরে রংপুর আদালত চত্বরে হত্যা মামলায় নিরপরাধ মানুষকে যুক্ত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সমন্বয়করা।
সমন্বয়করা বলেন, বর্তমান মামলাগুলোতে যে সব নিরপরাধ ব্যক্তিকে মামলায় যুক্ত করা হচ্ছে, মূলত দুটি কারণে তাদের যুক্ত করা হচ্ছে। একটি হলো ব্যক্তিগত শত্রুতা-আক্রোস ও আর্থ আত্বসাথ। বর্তমানে হত্যা মামলাগুলোতে তিনশো চারশো জনকে আসামী করা হয়েছে, আমরা নথিগুলো চেক করে দেখেছি, অধিকাংশ মানুষেরই এই হত্যাকাণ্ডের সাথে কোন সংশ্লিষ্টতা ছিলো না। অটোচালক মানিক মিয়া হত্যা মামলার উদাহরণ টেনে বলেন, সেই হত্যা মামলায় ১১৯ জনকে আসামী করা হয়েছে, যার মধ্যে ১০০ জনই নিরপরাধ। ইতিমধ্যে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে কথা বলা হয়েছে, যাতে করে ঐ মামলাটি সিআরও থেকে জিআরও তে না যায়। সেই সাথে বাদির সাথে কথা বলে এফিডেভিটের মাধ্যমে যারা নিরপরাধ তাদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারা আরো বলেন, মামলায় এমন কিছু মানুষ আসামী হয়েছে, যারা চায়ের দোকান করে, বিভিন্ন পেশার সাথে জড়িত, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। অথচ তারা এসবে অভিযুক্ত নয়। এসব বিষয়ে সমাধানের জন্য মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলা হয়েছে। যাতে করে কোন নিরপরাধ মামলা আসামী না হয়, হয়রানির শিকার না হয়।
সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব আইন সন্ত্রাসবাদী করছেন, আপনারা ভালো হয়ে যান, যাতে করে তৃতীয় কোন সংবাদ সম্মেলন করে মুখোশ উন্মোচন করতে না হয়। আপনাদের নাম উল্লেখ করে আপনাদের বিরুদ্ধে যাতে কিছু করতে না হয়। এরপরও কেউ এসবে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সমন্বয়করা বলেন, যারা মামলা করতে চান, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যে ৮ সদস্য বিশিষ্ট প্যানেল আইনজীবী রয়েছে, তাদের মাধ্যমে মামলা করবেন। কোনোভাবেই মামলা করতে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা প্ররোচিত হবেন না। প্রয়োজনে আপনাদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলন যারা নিরপরাধ সত্ত্বেও মামলায় যুক্ত হয়েছে কিংবা যুক্ত হওয়ার শঙ্কা রয়েছে, তাদের কে মাহিগঞ্জ-হারাগাছ, কোতয়ালী-তাজহাট ও হাজিরহাট-পশুরাম মিলে তিন জোনে আইনি সহায়তা নেয়ার অনুরোধ জানান সমন্বয়করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক শাহরিয়ার সোহাগ, জেলার সমন্বায়ক ইমরান হোসেন ও মোতাওয়াক্কিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর