কুমিল্লা বিজিবি'র মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত বুড়িচং উপজেলার ৬’শ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকার তত্ত্বাবধানে কুমিল্লার বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। বিজিবি হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মেজর শাহ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ১৫০ জন পুরুষ, ২৫০ জন মহিলা এবং ২০০ জন শিশুসহ মোট ৬০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস বলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যা দুর্গত নারী, পুরুষ, শিশুসহ বয়োবৃদ্ধ ৬’শ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এছাড়াও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। আমাদের এই চিকিৎসা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর