খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা ভবনে আগুনে লেগে পুরো ভবন পুরে যায়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হলেও আসবাবপত্রসহ প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর