অবশেষে সমালোচনার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের বিতর্কিত প্রিন্সিপাল তানিয়া আক্তার পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকালে কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
তানিয়া আক্তার ওই কলেজের সহকারী লাইব্রেরিয়ান হয়েও কলেজের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগ নেতা স্বামীর প্রভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছিলেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের স্ত্রী আলোচিত তানিয়া আক্তার। এ নিয়ে গত ২১ আগস্ট বিডি২৪লাইভের অনলাইনে ‘আখাউড়ায় আওয়ামী লীগ নেতার লাইব্রেরিয়ান স্ত্রী কলেজের প্রিন্সিপাল‘শিরোনামে সংবাদ প্রকাশ হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। কলেজটি সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের মায়ের নামে প্রতিষ্ঠিত। কলেজের সভাপতি ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন।
জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি, জাহানারা হক মহিলা কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. শাহাজাহান মিয়া মৃত্যুবরণ করেন। তখন কলেজ কমিটি ১১ জন প্রভাষকের কাউকে প্রিন্সিপালের দায়িত্ব না দিয়ে লাইব্রেরিয়ান তানিয়া আক্তারকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল করেন। আওয়ামী লীগ নেতার স্ত্রী হওয়ায় শিক্ষকরাও কিছু বলতে পারেননি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিষয়টি নিয়ে কলেজের প্রভাষকরা সোচ্চার হয়। তারা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। এরই প্রেক্ষিতে এ পদত্যাগ।
এ ব্যাপারে কলেজ পরিচালনায় আহ্বায়ক কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ইলিয়াস মুন্সী বলেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পদত্যাগ করেছেন। কলেজের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গজল পারভীন রুহির কাছে পদত্যাগ পত্র নিয়ে যাবো। ইউএনও ম্যাডামের পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর