সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্বপন আলী (৩০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) ভোররাতে পাবনা-নগরবাড়ী মহসাড়কের উপজেলার বাবলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন আলী শাহজাদপুর উপজেলার বাগ ধুনাইল গ্রামের দারেশ ফকিরের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সা যাত্রী স্বপন ও চালক দুজন আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর স্বপন মারা যায়। সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর