বানভাসি মানুষদের সহায়তা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে ছয়দিনে আর্থিক সহযোগিতা ৫ কোটি ছাড়িয়েছে। ছয় দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি। গত মঙ্গলবার সাধারণ মানুষের অনুদানে নগদ ৮১ লাখ ৬১ হাজার ৩শ’ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া আজ দুপুর থেকে শুরু হয়েছে গণরান্না কর্মসূচী।
বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান।
তিনি বলেন, আজকে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণরান্না কর্মসূচি শুরু হতে যাচ্ছে৷ প্রায়োরিটি ব্যাসিসে কুমিল্লার ৪ টি স্পটে রান্নার কার্যক্রম চালু হবে৷ ধাপে ধাপে প্রতিটি বন্যাকবলিত অঞ্চলে এই কার্যক্রম চলমান থাকবে৷
এদিকে আরেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত মঙ্গলবার টিএসসিতে ফান্ড কালেকশন ৮১ লক্ষ ৬১ হাজার ৩০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়া টিএসসি এবং ডাকসু থেকে বন্যা দুর্গত ১৪ এর অধিক এলাকায় ত্রাণ পৌঁছানো হয়েছে। সবমিলিয়ে ৭৩ এর অধিক ত্রাণ বোঝাই ট্রাক পৌঁছানো হয়েছে।
এর আগে ২১ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এরপর-পর থেকেই শুরু হয় নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক ওই ত্রাণ সংগ্রহের কর্মসূচি অব্যাহত থাকলে, পরবর্তীতে জায়গা সংকুলানের কারণে সেখান থেকে তার সরিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে স্থানান্তর করা হয়। যদিও টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ এবং কেন্দ্রীয় খেলার মাঠে ত্রাণ সংগ্রহের কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর