ঢাকা জেলার ধামরাইয়ে দি একমি ল্যাবরেটরি লিমিটেড নামে একটি ওষুধ কারখানার শ্রমিকরা ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন ।
বুধবার (২৮ আগস্ট) বিকাল ৪ টার দিকে আন্দোলনরত শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় ওই কারখানায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, যথাযথ ছুটি দেওয়া, খাবারের মান বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে তারা আন্দোলনে নামেন।
এক শ্রমিক বলেন, দৈনিক ভিত্তিতে কাজ করছি। হাজিরা দিনপ্রতি ৩০০ টাকা করে। কোনো মাসে ৮,০০০ বাঁ কোনোমাসে আরও কম বেতন পাই। এই অর্থে ঘর সংসার চালানো কঠিন। তাই বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি।
আরেক শ্রমিক বলেন, শিফট অনুযায়ী কাজ করতে হয়। রাতে ছুটি হয় ১০টা ২০ মিনিটে। বাড়ি ফিরতে অনিরাপত্তা বোধ করি। এছাড়া খাবারের টাকাও কম দেওয়া হচ্ছে। নিয়োগ স্থায়ী করা হয় না নিয়মিতভাবে। ইনক্রিমেন্টেও বৈষম্যের শিকার হতে হয়। তাই আমরা একত্র হয়ে আন্দোলনে নেমেছি।
এদিকে এ আন্দোলনের জেরে কারখানার বাইরে অবস্থান নেয় ধামরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল।
বিকেল ৪টার দিকে কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়। এরমধ্যে রয়েছে- চাকরি স্থায়ীকরণ করা হলে ১৬,০০০ হাজার টাকা বেতন, ছয় মাস পর ক্যাজুয়াল বেতন ১২,০০০ টাকা বৃদ্ধিকরণ ও ডেইলি বেসিক ৩০০ টাকা থেকে ৫০০ টাকায় উন্নীতকরণ করা হবে বলে জানান।
এছাড়া বাকি দাবিও পরবর্তীতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে মুঠোফোনে কল দিলেও দি একমি ল্যাবরেটরি লিমিটেডের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর