নাটোরের বাগাতিপাড়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ আওয়ামীলীগের ৪৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আসকান আলীর ছেলে আ. সালাম বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা বিভিন্ন সময় হত্যার উদ্দেশ্যে মারপিট,জখম, প্রাণ নাশের হুমকি দিত এছাড়া বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখত এসব অপরাধে মামলাটি করা হয়েছে।
মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করা হলেও আরও ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ে আসামি রয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর