নাটোরের সিংড়ায় ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির সহ সহযোগী অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ কারীদের দাবি সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে অবৈধ ভোটে নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণ করতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়, বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির ( ভারপ্রাপ্ত) আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ভিপি শামিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বজলার রহমান বাচ্চু সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিব হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক শহর বিএনপি, মহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপির, আতাউর গনি অসমানি পলাশ সিনিয়র আহ্বায়ক সিংড়া শহর বিএনপি, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আলিম খাজা প্রমুখ।
সভাটি পরিচালনা করেন, সিংড়া শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর