
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস (মুনা) এর বিরুদ্ধে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী র নিকট লিখিত ভাবে রেজুলেশনের মাধ্যমে অনাস্থা প্রস্তাব দিয়েছে।
পাট্টা ইউপির সকল মেম্বারগণ সম্মিলিত হয়ে ২৯ আগস্ট দুপুরে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। সেখানে গিয়ে ৯ জন মেম্বার ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নিজেদের সাক্ষরিত লিখিত অনাস্থা প্রস্তাব পত্র উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর সাদিক চৌধুরীর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত মেম্বরদের মধ্যে প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার, মো. জাকির হোসেন, ও মোছা. হাসিনা বেগম চেয়ারম্যান মুনা বিশ্বাসের বিগত সময়ে করা নানা অনিয়ম ও মেম্বরদের উপর চালানো নির্যাতনের বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী কে অবহিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে বিগত ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস ইউনিয়ন পরিষদে যান নি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন অনাস্থা পত্র পেয়েছি আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর