'চ্যানেল এ স' এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আল-আমিন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক রাজিব মাহমুদকে ৩৮ নং আসামি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়াঢ় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক রাজিব মাহমুদকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি জানান।
মানববন্ধনের সাংবাদিকরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব সাংবাদিকরা ছাত্রদের সহযোগিতা করেছে, বর্তমানে সেসব সাংবাদিকদেরকেই কৌশলে একটি স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছে। প্রতিটি মামলায় দেখা যাচ্ছে একই ধরনের ব্যক্তিকে আসামি করা হচ্ছে। যারা কোন ধরনের অপরাধের সাথে জড়িত নয়, সেসব ব্যক্তিদের যারা অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এ সময় মানববন্ধন থেকে নি উজ টো য়েন্টিফোর টেলিভিশন ও বাং লাদে শ প্রতিদি নের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক এক সপ্তাহের মধ্যে দুইজন নিরপরাধ সাংবাদিকের নাম হত্যা মামলায় জড়ানো হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পুলিশকে হুঁশিয়ারি দিয়েন নাজমুল হুদা বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।
সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সাভার প্রেসক্লাবের অর্থ সম্পাদক তৌকির আহমেদ, এস এটি ভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাং লা টি ভির সাংবা দিক ও সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, এখন টে লি ভিশন ও দৈনিক কা লবে লার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক তৃ তীয় মা ত্রা পত্রিকার সাংবাদিক সোহেল রানা, দৈনিক সকা লের সম য় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক ভো রের পাতার সাভার প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক সম য়ের আলো ও এশি য়া ন টিভির সাংবাদিক দেওয়ান ইমন, জি টি ভির আশুলিয়া প্রতিনিধি শামীম আহমেদ সীমান্ত, চ্যানেল এস এর ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানের আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর প্রমুখ। মানববন্ধনে ছাড়াও অংশ নেন নানান শ্রেণীপেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর