
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের দল থেকে পদত্যাগ করেও মামলা থেকে রেহাই পাননি আওয়ামী লীগ নেতা ও বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার ওয়াদুদ বাবর।
বিএনপি নেতা উপজেলার খন্দকার মালঞ্চি এলাকার জামাল উদ্দিনের ছেলে আসিফ অহম্মেদ বাদী হয়ে বাবরসহ আওয়ামী লীগের মোট ২১ জনের নাম উল্লেখ সহ ৪০-৫০ জন অজ্ঞাত নামে আসামি করে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাগাতিপাড়া আমলি আদালতে তিনি মামলাটি করেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ২০ আগস্ট আওয়ামী লীগ নেতা ও শিক্ষক কাইছার ওয়াদুদ বাবর দলের সকল পদ পদবি থেকে পদত্যাগ করেন।
মামলা সূত্রে জানা যায়, বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে আসামিগণ ২০১৮ সালের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই বছরের ২৯ ডিসেম্বর বিকালে ধারালো অস্ত্র নিয়ে বাদি আসিফ অহম্মেদের বাড়িতে হামলা চালায়। এতে তিনি প্রাণে বাঁচলেও তার নগদ অর্থ ও গহনা চুরি হয় এবং বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী আসিফ অহম্মেদ বলেন, আসামিরা আওয়ামী লীগের রাজনীতি করায় তাদের বিরুদ্ধে এতদিন কোনো কিছুই বলা যায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তিনি মামলা করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর