তিতুমীর কলেজের নতুন হল তত্ত্বাবধায়ক, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুহাম্মদ মাসুদ উজ্জামান জানিয়েছেন , হলে শতভাগ পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়াও রিডিং রুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
তিনি জানান, হলে শতভাগ শিক্ষার পরিবেশ বজায় থাকবে এবং আমরা রিডিং রুমে কিছু বই-পুস্তক রাখারও চেষ্টা করব। হলের কোনো ধরনের প্রভাব থাকবে না। এছাড়াও, খাবারের মানের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
তবে তিনি আরও জানান, হলটি এখনই চালু হচ্ছে না, কারণ এটি ছাত্রদের বসবাসের জন্য সম্পূর্ণ উপযোগী নয়। তিনি উল্লেখ করেন যে, গ্যাসের লাইন, সোয়ারেজ লাইন, এবং হলে প্রবেশের ছোট একটি রাস্তা এখনো তৈরি হয়নি, যা তিনটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি আরও বলেন, ছোটখাটো কিছু সমস্যা যেমন পানির কল ঠিক আছে কিনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে কাজ করতে হবে। এছাড়াও, লিফটের আশেপাশে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই সেটিরও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করতে হবে।
ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আসবেন বলে জানা যায়। হল তত্ত্বাবধায়ক জানান, আগামী দুই মাসের মধ্যে সব কাজ শেষ করে হল সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, হলে মোট ৫০৪টি সিট রয়েছে এবং প্রতিটি কক্ষে আটজন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি সিটের জন্য সাত হাজার টাকা করে নেওয়া হবে। এছাড়াও, আক্কাসুর রহমান আঁখি হল সংস্কার করে স্নাতকোত্তর শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর