বাংলাদেশে বাম মানেই ফ্যাসিস্ট। কারণ তারা কোনোদিন কার্ল মার্কস পড়ে নাই, কংগ্রেসের ইশতেহার পড়ে নাই। বাংলাদেশে বামপন্থী মানেই ফ্যাসিবাদের আরেকটা রূপ। বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ফরহাদ মজহার।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান ও গঠন: বাংলাদেশে রাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে’ শীর্ষক পাঠ পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।
এসময় দর্শকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান হলো জনগণের ইচ্ছা ও সংকল্পের প্রকাশ। রাষ্ট্র বুঝতে হলে জনগণের সার্বভৌমত্ব কি তা বুঝতে হবে। আমরা বাঙালি না মুসলমান এই প্রশ্নের জবাবই তো গত ৫০ বছরে খুঁজে পাইনি। বাংলাদেশে ফান্ডামেন্টাল প্রশ্ন হলো ইসলাম ধর্ম কি তা বোঝা। আপনারা যখন বলেন ইসলামি রাষ্ট্র চান। আমি বলি, ইসলামি রাষ্ট্রের কথা কোরআনের কোথায় আছে আমাকে দেখান। আপনারা কোরআনকে সংবিধান বলেন। আমি প্রশ্ন রাখতে চাই, কোরআন কোথায় নিজেকে সংবিধান বলেছে।
প্রধান পাঠ পর্যালোকের বক্তব্য ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্ট সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার এখনো টিকে আছে। বাংলাদেশের যে সংবিধান এখন চালু রয়েছে তা শেখ হাসিনা প্রণীত ফ্যাসিস্ট সংবিধান। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে অন্তবর্তীকালীন সরকার বলে কিছু নেই। তাই এই সংবিধান অনুসারে এই সরকার অবৈধ। বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্ত হয়নি। গণঅভ্যুত্থানের ফলে এই সংবিধান অবৈধ হয়েছে অথবা সংবিধান ঠিক থাকলে এই বর্তমান সরকার অবৈধ। দুইটা একসাথে বৈধ হতে পারে না। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার সরকারের পতন ঘটলে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ৫ই আগষ্ট যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ফ্যাসিস্ট সরকারের আদলে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অবৈধ প্রতিনিধিদের বসানো হয়েছে। বিচারপতিরা যখন সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেছে তখন তাদেরকে পদ থেকে সরানো হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পতনের পর পরই সংবিধান অবৈধ হয়েছে গেছে। নতুন সংবিধান তৈরি করতে হবে। সবার আগে রাষ্ট্র গঠন করতে হবে কেননা রাষ্ট্র গঠন করতে না পারলে সংবিধান প্রণয়ন করা সম্ভব না। যদি এই সংবিধান অবৈধ না হয় তাহলে এই অন্তবর্তীকালীন সরকার অবৈধ, ছাত্রজনতার গণঅভ্যুত্থান অবৈধ, আমরা অবৈধ। এক জায়গায় দুই নীতি কখনো থাকতে পারে না। তাই এই সরকারের প্রধান কাজ হবে একটা গঠনতন্ত্র সৃষ্টি করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর