
শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এনামুল হক (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সখিপুর থানার মোল্লারহাট ব্যুরো বাংলা শাখার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা রাতে মুমূর্ষু অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত এনামুলের বাড়ি পটুয়াখালী এর সদরে তিনি চরমৈশাদী গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
ব্যুরো বাংলা ম্যানেজার, এইচআরএম। মো. সাখাওয়াত হোসেন জানান, এনামুল হক ব্যুরো বাংলা এনজিওর মোল্লারহাট শাখা ফিল্ড অফিসার ছিলেন গতরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এনামুল হক। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর