ভারত থেকে আসা পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় আক্রান্তের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ জেলার ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ।
গত ২৮ ও ২৯ আগস্ট ফেনী জেলার ৫টি উপজেলার বন্যা আক্রান্তদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন, পরিষদের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমদ উলাশনগরী সহ সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বির আলী, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউল হক, নির্বাহী সদস্য মাওলানা বিলাল আহমদ বেলালী, নির্বাহী সদস্য মাওলানা আলীনুর আহমদ হাদী, নির্বাহী সদস্য মাওলানা রেজওয়ান আহমদ।
পরিষদের নেতৃবৃন্দ জানান,প্রথমদিন তিন গ্রুপে, দ্বিতীয়দিন চার গ্রুপে বিভক্ত হয়ে পাঁচটি উপজেলায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ,আলিম-উলামা ও সাধারণ মানুষসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে নগদ অর্থ ও কিছু খাদ্য সামগ্রীসহ প্রায় ৮ লক্ষ টাকার সহযোগিতা পৌঁছিয়ে দেয়া হয়েছে। আল্লাহ সকলের দান অনুদান ও চেষ্টা সাধনাকে কবুল করুন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন যাত্রাকে স্বাভাবিক করুন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর