হাসঁ শিকার করতে এসে কৃষকের পাতা ফাঁদে আটকা পড়লো একটি চিতা বাঘ । শুক্রবার (৩০ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে ওয়াইলপাড়া গ্রামের রফিকুল ইসলাম উজ্জলের একটি হাঁসের খামারে আটকা পড়ে যায় বাঘটি। সকাল থেকেই আটক হওয়া বাঘটি দেখতে ভীর করে উৎসুক জনতা।
লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ওয়াইলপাড়া গ্রামে রফিকুল ইসলাম উজ্জ্বলে জানান এর গত কয়েকদিন যাবৎ বিভিন্ন বাড়িতে হাঁস মুরগী ও ছাগল রহস্যজনক নিখোঁজ হওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। নিখোঁজ রহস্য উদ্ঘাটনে লোহার ফাঁদ তৈরি করে সেখানে একটি মুরগী দিয়ে বাড়ির পেছনে ফাঁদ পেতে রাখা হয়। সকালে গিয়ে দেখে লোহার ফাঁদে একটি চিতা বাঘ আটকা পড়ে। বাঘ আটকা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বাঘটি উদ্ধারের জন্য নেত্রকোণা বন বিভাগের কর্মকর্তাদের সেখানে পাঠালে বন বিভাগের প্রতিনিধিরা আটক প্রাণীটিকে চিতা বাঘ বলে বিষয়টি নিশ্চিত করে ও প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে।
নেত্রকোনা বন বিভাগে কর্মরত জামাল হোসেন বলেন এটি চিতাবাঘ, আশপাশের কোনো বন জঙ্গল থেকে হয়ত এসেছে। আমরা এটি নিয়ে যাবো পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সীদ্ধান্তে বাঘটিকে ছেড়ে দেয়া হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আমরা বাঘটিকে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিষয়টি নিয়ে বন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর