
'যে-সব শিক্ষক স্কুলে না গিয়ে অন্য জনকে শিক্ষক হিসেবে বর্গা দিয়ে ঠিকাদারি করে ঘুরে বেড়াচ্ছে। সে সব শিক্ষকদেরকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে ধরা হবে। ছাত্ররাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যের ঠাঁই বাংলায় হবে না। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। তাদের মৌলিক পেশায় ফিরে যাওয়া উচিত। তাই শিক্ষকের মতো মহান পেশাকে বর্গা না দিতে আহ্বান জানান খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।'
শনিবার (৩১ আগস্ট) খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, 'ঘুষ দিয়ে চাকরি নেওয়া শিক্ষকদের নিয়োগ বাতিল করা উচিত। পার্বত্য জেলা পরিষদে বড় অঙ্কের টাকা নিয়ে, বয়স কম দেখিয়ে শিক্ষকের চাকুরি দেয়া হয়েছে। এরা আমাদের সন্তানদের কি শিখাবে? এসময় তিনি তাদের নিয়োগ বাতিল করার দাবি জানান।'
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ, শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে জেলার নয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৫ শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর