মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান(২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর কুষ্টিয়ার সড়কের অলিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের আইয়ুব আলীর নাতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের অলিনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নির্মাণাধীন কাজ চলা বালির গাদার সাথে ধাক্কা দিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সট- ডা. আবির, মেডিকেল অফিসার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর।
সট- জুয়েল রানা, ইন্সপেক্টর, বামুন্দী ফায়ার সার্ভিস, গাংনী- মেহেরপুর।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর