বঙ্গোপসাগরে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে মাছ শিকার বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর দাবি করেছেন জেলে নেতারা। মৎস্যজীবী ৬ সংগঠনের যৌথ আয়োজনে পাথরঘাটা শহরের বিক্ষো মিছিল শেষে গোল চত্তরে রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মৎস্যজীবীরা পাথরঘাটার ইউএনও মো. রোকনুজ্জামান খানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি দেন
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়া ছয়টি সংগঠন হলো, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা বিএফডিসি আড়ৎদার মালিক সমিতি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার মালিক সমিতি, পাথরঘাটা বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা উপজেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাসপ মেশিনারি মালিক সমিতি। বিক্ষোভ ও মানববন্ধনে ওই ছয় সংগঠনের অন্তত ৫ শতাধিক মৎস্যজীবীরা অংশ নেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম আকন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, সদস্য সচিব এম. কামরুল ইসলাম, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পাথরঘাটা বিএফডিসি পাইকার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, পাথরঘাটা বিএফডিসি আড়ৎদার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছগির আলম, পাথরঘাটা বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুস হোসেন, পাথরঘাটা উপজেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাসপ মেশিনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে প্রমূখ।
মানববন্ধনে মৎস্যজীবী নেতারা বলেন, বঙ্গোপসাগরে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। বছরের এ দুই নিষেধাজ্ঞা সময়ে প্রায় তিন মাস চলে যায়। তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেও প্রতিবছর অন্তত দুই মাস জেলেরা মাছধরা থেকে বিরত থাকতে বাধ্য হন। এভাবে বছরের পাঁচ মাস চলে যায়। তবে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সময় জেলেরা সহস্ফূর্ত ভাবে পালন করলেও ৬৫ দিনের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ছিল দীর্ঘদিন ধরে। তাই মৎস্য উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার কাছে দাবি অনতিবিলম্বে বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা ছিল মূলত ভারতের স্বার্থে দেয়া।
তারা আরও বলেন, প্রয়োজনে দেশের স্বার্থে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা ৩০ দিন করা হলেও জেলেদের আপত্তি নেই। তবে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জলসীমা ভারতীয় একটি ট্রলারকেও ঢুকতে দেয়া চলবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর