ঢাকার সাভার ও ধামরাইয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা। এসব ঘটনায় এ অঞ্চলের অন্তত ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই শ্রমিকরা ও চাকরিপ্রত্যাশীরা এসব বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জিএবি লিমিটেড ও আশেপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি লিমিটেডের এক শ্রমিক বলেন, কারখানায় ওভার টাইম দেয়না, হাজিরা বোনাস দেয় না, যখন তখন শ্রমিক ছাঁটাই করে। গত বৃহস্পতিবার এ সকল দাবি জানালেও দাবি না মেনে আজকে কারখানা বন্ধ ঘোষণা করে।
এদিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা।
অ্যাকমি কনজ্যুমারস লিমিটেডের শ্রমিকরা তাদেরকে অ্যাগ্রোভেট ও কনজুমার ফার্মার সঙ্গে অন্তর্ভুক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সকল সুযোগ সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।
এ ব্যাপারে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ - ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। দাবিগুলো একেক জায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করেছে। অ্যাকমি কনজ্যুমারস লিমিটেডেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর